Basai


আইতবারে হাটকো সিরেটোলে ঠূলী র ঝুমালাঈ ছোযো৷ একছিনপছি ডাঁডাপরতির হাটবাট আএকো অস্পষ্ট গুনগুনাহট
তিনীহরূকো কানমা পর্যো ঔ ডাঁডাছেউ আএপছি হাটকা মানিসহরূ দেখিন থালে৷
মাথি ধেরৈ টাঢা পাত্লেঘারীকা মাঝমা বিশাল ঢুঙ্গাহরূ সেতাসেতা দেখিন্ছন্৷ দুবৈতির গহিরো ঔ মাঝমা
উঠেকো নিকৈ লামো নাগী ছ৷ ত্যসৈ ডাঁডামাথি বস্ছ সারা গাউঁকো বিশাল বজার৷ পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ
চারৈতিরকা বাটাহরূ আএর ত্যহীং মিলেকা ছন্৷
ঠূলীচাহিং হাট পুগের ছেউমা ভটমাসকো পসল ফিঁজাএর বসী৷ ঝুমা "একছিন ডুলের আউঁছু হৈ ঠূলী, ম৷"
ভনের একাতির লাগী৷
দসৈংকো ছেউকো বজার, জে চীজকো দাম পনি দুগুনা পুগেকো ছ৷ আঠ আনা হাতকো লুগা বাহ্র আনা ঘটী ছুনৈ
দিঁদৈন৷ ঝুমালে ধেরৈ পসল চহারী৷ রকমরকমকা কপডা, সারীহরূ বেচ্ন ল্যাএকা ছন্, তর মোল অসাধ্য চর্কো ছ৷
সাধারণ লাউন হুনেসম্ম, দসহাতে সারীলাঈ 'কম্পনী হাত' তলকো কুরো গর্নৈ পর্দৈন৷ ঝুমালে বল্লতল্ল
এউটা রাতো বুট্টা ভএকো সাধারণ গুন্যূ আঠ রুপিযাঁমা লিঈ৷ পসলেকো হাতবাট ঝুমালে গুন্যূ সমাতের অগি
পাইলা সার্ন মাত্র আঁটেকী থিঈ, উসকা আঁখা কুনৈ পরিচিত আঁখাসিত মেল খান পুগে৷ হর্ষ র লাজলে একৈচোটি
উসকো হৃদযমা গোতা খান থাল্যো৷ উসলে দেখী, সামুন্নে রিকুটে, উসলাঈ নিহারের হেরিরহেকো ছ৷ উসকো হৃদযকো
গতি তেজ ভযো৷ হৃদযমা লাজকো অস্পষ্ট ভাবহরূ উম্রন থালে৷ অগি বঢ্নলাঈ উসকা পাইলা সরেনন্, পছি ফর্কের
ভাগ্ন উসলাঈ সাহস ভএন, ঊ জডবত্ উভিইরহী৷ যত্তিকৈমা রিকুটেলে দুঈ পাইলা অগি সারের সোধ্যো --
"চিন্নুভএন কি ক্যা হো?"
বল্ল ঝুমাকো হৃদযমা কেহী সাহসকো সঞ্চার ভযো৷ উসলে মুন্টো অলি মাথি উঠাএর ছোটো উত্তর দিঈ, "চিনেং,
কিন নচিন্নু?"
"আরামৈ ছ?" রিকুটেকো দোস্রো প্রশ্ন থিযো৷
ঝুমা নিকৈবের অকমকাঈ৷ সাযদ, প্রশ্ন রাম্রী বুঝ্ন সকিন, তর কেহীবেরপছি উসলে ত্যসৈ ভনী, "অঁ!"
রিকুটেলে কেহীবেরপছি ভন্যো, "সাযদ বজার গর্ন আউনুভো হোলা? লেকিন বজারমা ত ভনেজস্তো জিনিস কুছ
পনি রহেনছ৷"
ঝুমাকো লাজকো পর্দা অব রাম্রৈ হটিসকেকো থিযো৷ উসলে পূর্ণ সাহসকো সঞ্চার গরিসকেকী থিঈ৷ রিকুটেতির
হের্দৈ ভনী, "রিকুটমা জস্তো খোজ্নুভো হোলা, যহাঁ কহাঁ হুন্থ্যো ত ত্যস্তো? মুগলানমা ত ঝিলিমিলী
তমাসৈ হুন্ছ ভন্ছন্৷"
"এ, উতাকো কে বযান গরম্৷" রিকুটেলে গোজীবাট রুমাল ঝিকের মুখ পুছ্তৈ ভন্যো --
"ঝলমল বিজুলীবত্তীলে রাতৈমা ঘাম লাগেজস্তো হুন্ছ৷ দোকান পনি যস্তো পাখামা কাঁ হুন্ছ র! জতা
হের্যো উতৈ বজার৷ ঠূলঠূলা পক্কী সডকমা মটর, ট্রাম, রেক্সা দগুরিরাখেকা হুন্ছন্৷ এক কদম হিঁড্ন
পর্দৈন, রিক্সালে কুদাইহাল্ছ৷ উহাঁকো ত্যস্তো, যহাঁকো চালখবর বুঝের ত ম ত, দিক্দার লাগ্যো৷"
রিকুটেকা কুরালে ঝুমালাঈ ঠূলো আশ্চর্যমা পার্যো৷ উসকা ধেরৈজসো কুরা ত উসলে বুঝ্ন পনি সকিন৷ কহিল্যৈ
আফ্নো গাউঁঘর ছাডের কতৈ নহিংডেকী অবোধ বালিকাকো সানো মগজলে কল্পনা গর্নে চেষ্টা গর্যো৷
"কস্তো হোলা, মুগলান?" ঊ নিকৈবের ঘোরিইরহী৷
যত্তিকৈমা রিকুটেলে ভন্যো, "উঃ ত্যো গহিরামা গএর বাত গরম্ ন, যহাঁ ত বজারকো হল্লালে কান
খাইসক্যো৷"
ঝুমালে কেহী আপত্তি গরিন৷ তী দুঈ বজারবাট অলি পর গহিরাতির লাগে৷ হাটকো কোলাহল তিনকা কানবাট টাঢা
হুঁদৈ গযো৷ দুবৈ এক কুনাকো চউরমা গএর বসে৷ একছিনসম্ম কসৈলে কেহী কুরাকো আরম্ভ গরেন৷ আফ্নৈ ছেউমা
ঝুমালাঈ পাএর রিকুটেকো মন উডিরহেকো থিযো৷ ঊ একটক ঝুমাকো রূপলাবণ্যমাথি গৌর গরিরহেকো থিযো৷ ত্যসরী
আফূলাঈ একোহোরো রিকুটেলে হেরেকো দেখের ঝুমালাঈ ফেরি স্বাভাবিক লাজলে সমাত্যো৷ ত্যো মৌনতা উসকো নিম্তি
অসাধ্য ভযো র উসৈলে কুরাকো প্রারম্ভ গরী, "তপাঈঁ মুগলান কহিলে ফর্কনে?"
রিকুটেকো ধ্যান ভঙ্গ ভযো, উসলে সুস্ত উত্তর দিযো, "কে জানী দুঈ-চার মৈনা বসিন্ছ হোলা, ছুট্টী
পনি ছ৷"
ফেরি নিকৈবের দুবৈকো মাঝমা মৌনতা ছাইরহ্যো৷ রিকুটেলে কেহী ভন্ন চাহন্থ্যো, তর ঊ বিচার গর্ন
থাল্যো, 'ভন্ন উচিত ছ যা ছৈন৷' একছিনপছি কেহী সাহস বটুলের ভন্যো, "তপাঈঁকো বিবাহ ভইসক্যো?"
প্রশ্নলে ঝুমাকো সম্পূর্ণ মুখমণ্ডল লাল ভএর উঠ্যো৷ উসলে অর্কৈতির মুখ ফর্কাঈ, ভুইঁতির হের্দৈ সানো
স্বরলে উত্তর দিঈ, "মেরো সিন্দূর-পোতে ছৈনন্, দেখ্নুহুন্ন?"
রিকুটেলাঈ সঙ্কোচ ভো, কেহী হঁসিলো মুখ পারের ভন্যো, "ও! মৈলে ত খ্যালৈ গরেনছু৷"
কেহীছিনপছি রিকুটেলে ফেরি ভন্যো, "এউটা কুরা ভনুম্ভনুম্ লাগেকো ছ, নারাজ হুনুহুন্ছ কি?"
ঝুমালে রিকুটেলাঈ ভনী, "কে নারাজ? তপাঈঁকা ত কুরৈ বুঝিন্নন্৷"
রিকুটেলে কেহী হাঁস্তৈ ভন্যো, "এ, রিসাউনুহুন্ছ কি ভনেকো?"
"কিন রিসাউনু, ভন্নোস্ ন তর আফূভন্দা সানালাঈ হাম্রো গাউঁঘরমা ত 'তপাঈঁ' ভন্নে চলন ছৈন৷
তপাঈঁলে 'তপাঈঁ' ভন্দা ত মলাঈ কস্তোকস্তো লাগ্ছ৷"
"কে ভন্নু ত?"
"তিমী ভন্নু ক্যা ত, ম তপাঈঁভন্দা উমেরমা সানী নৈ হুঁ৷"
"ও অচ্ছা, অবদেখি তিমী নৈ ভনুম্লা৷"
কেহীছিন বার্তালাপ বন্দ ভো৷ ঝুমালে কুরা উঠাঈ, "কে ভন্ন খোজ্নুহুন্থ্যো নি, ভন্নুভএন ত?"
"খোই, ভনুম্-নভনুম্ বিচার গর্দৈছু৷" ফেরি একছিনপছি ভন্যো, "ঝুমা! তিমীলাঈ দেখেবাট মৈলে ফেরি
ভুল্ন সকেকো ছুইনঁ, কতি বাজি সপনামা পনি দেখিসকেং৷ কে তিমী মুগলান জান্ছ্যৌ?"
ঝুমালে অরূ কুরামা উতি ধ্যান দিইন, অন্তিম কুরা 'মুগলান জান্ছ্যৌ?' লে উসলাঈ নিকৈ অসর গর্যো৷
সুনৌলা মুগলানকো কল্পনামা ঊ মগ্ন ভঈ৷ তর একৈছিনপছি উসলাঈ আফ্নো অবস্থা, স্থান, কালকো বোধ ভযো৷ আফ্নো
ঘরকো দরিদ্রতাকো চিত্র উসকো আঁখামা নাচ্ন থাল্যো৷ উসলে উদাস ভাবলে ভনী, "কল্লে জান দিনে মলাঈ
মুগলান? ম মোরীকো ত্যতি ঠূলো ভাগ্য কাঁ ছ র৷"
রিকুটেকো হৃদযমা কেহী আশা সঞ্চার ভো, ভন্যো, "এ, ত্যসকো বন্দোবস্ত ভৈহাল্ছ নি! তিমীলে মন
মাত্রৈ লাউনুপর্ছ৷"
যত্তিকৈমা বজারমা সারোসারো করাএকো শব্দলে তিনীহরূকো ধ্যান ভঙ্গ ভযো৷ দুবৈ উঠের বজারতির লাগে৷ দুঈ
জনা ব্যক্তি রক্সী খাএর বাঝ্ন থালেকা রহেছন্৷ ত্যসৈমা মানিসকো ভীড জমেকো থিযো৷ রিকুটেলে এউটা রাম্রো
মজেত্রো কিনের ত্যসৈমা কাঁগিযো-ধাগাহরূ বাঁধ্যো র ঝুমাকো হাতমা দিযো৷ ঝুমালে লিন ধেরৈ আপত্তি জনাঈ,
তর রিকুটেকো ঢিপীলে ঊ লিন বাধ্য ভঈ৷ রিকুটেলে ছুট্টিনে বেলামা সোধ্যো, "ফেরি কৈলে ভেট হোলা?"
"রোটেপিঙ খেল্ন দসৈংমা আউনুহুন্ন র? তপাঈংকা গাউঁকা সবৈ আউঁছন্৷ তীং ভেট ভইহাল্ছ নি!" ঝুমালে
ভনী৷
"হুন্ছ৷" রিকুটেলে ভন্যো৷
মোটে কার্কী খসী বেচিসকের ত্যতৈ আইরহেথ্যো৷ ঝুমালাঈ এউটা বিরানো রিকুটেসিত কুরা গর্দৈ গরেকো দেখের
উসলাঈ কৌতূহল ভযো, তর কেহী নভনী ঊ একাতির লাগ্যো, ঝুমা রিকুটেসিত ছুট্টিএর ঠূলী ভএঠাউঁ আইপুগী৷