‹ ›
"হরিরামকো কে ভনে, ভৈংসীকো দাম ছ-বীস রুপিযাঁ ভো, ব্যাজ মহিনা মর্নেবিত্তিকৈ হরিরামকো ঘরৈমা পুর্যাইদিনুপর্ছ৷ অঁ ৷৷. ফেরি সুন্, হরিরামকো ছ মহিনাকো এক দিন পনি নাঘেছ ভনে, কে ভনে তেরা গোঠকা গোরু-ভৈঁসী ফুকাউনে ছু নি৷ লা, কে ভনে তমসুকমা বূঢী ঔংলাকা ছাপ লাইদে৷" সেতো চন্দন লাএকো নিধার সুর্কাউঁদৈ বৈদারলে ভনে৷বৈদার বূঢা থিএ, কট্টর সনাতনী, ছূতছাতকো খূবৈ খ্যাল রাখ্তথে৷ আফ্নো ভান্ছে-বাহুনদেখি বাহেক কসৈলে পকাএকো নখানে৷ সধৈং মুখমা রামকো নাম রহোস্ ভন্নে উদ্দেশ্যলে উনকো আফ্নো থেগো 'হরিরামকো' রাখেকা থিএ৷ বিহানকো সময পূজাপাঠমৈ বিত্থ্যো, ব্রাহ্মণহরূলাঈ বেলাবেলামা দক্ষিণা দিন র ভোজন গরাউন উনী পরম ধর্ম সম্ঝন্থে৷ তর ছিমেকমা গরিব-দুঃখীহরূলে মানামুঠী পৈংচো লগেকো উঠাউনমা হমেসা সতর্ক রহন্থে৷ ঠেক্কামা পরের কসৈলে 1-2 রুপিযাঁ ঋণ লিএকো ব্যাজ কস্ন উনী বির্সিংদৈনথে৷ আসামীসিত অতি চর্কো ব্যাজ লিনু উসকো মিহিনেতকো কমাই হুন্থ্যো৷ধনে বৈদারলাঈ রাম্ররী চিন্দথ্যো৷ 'উনীসিত লিনুদিনু গর্নু আফৈংলে আফ্নো ঘর সল্কাউনুজত্তিকৈ হো' ভন্নে জান্দাজান্দৈ পনি ধনেলে চুপ লাগী কাগজমা ছাপ লাইদিযো৷ গাঈবস্তু ফুকাউনে বেলা ভএকো থিযো৷ খেতালাহরূ ঘুম, ডোকো লিঈ মেলাতির ঝর্ন লাগেকা থিএ৷ ধনে সানো পাডীলাঈ ঘিসার্দৈ ঘরকো আঁগনমা আইপুগ্যো৷ পছিপছি 'বাইঁ' গর্দৈ ভৈংসী আযো৷ মৈনালে হত্তপত্ত পরালকো মুঠা ল্যাঈ আঁগনকো এক ছেউমা ছরিদিঈ৷ ভৈংসী মন লাঈ-নলাঈ পরাল খান থাল্যো৷